ঢাকা: শুরু হলো বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় মাস ডিসেম্বর। এ মাসেই বাঙালি পেয়েছিল তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা।

ইতিহাসের জঘন্যতম গণহত্যা, পাক হানাদার বাহিনীর বর্বরতম হত্যাযজ্ঞ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে লড়ে ৯ মাসের ত্যাগ তিতিক্ষার পর পৃথিবীর বুকে এ মাসেই রচিত হয়েছিল এক অমর গাথা– বাঙালির স্বাধীনতা, একটি মানচিত্র, একটি পতাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা নিজেদের টাকায় হল গেইটে বিজয় দিবসের পতাকা এঁকেছে, এবং মাটিতে এঁকেছে পরাজিত পাকিস্তানের পতাকা।

এই পতাকার উপর দিয়ে হেঁটে হেঁটে তারা হলে প্রবেশ করবে এবং হল থেকে বের হবে। পতাকার মধ্যে লেখা ‘No Compromise with Rajakar’।

রাজাকাররা যতই একাত্তরকে অপ্রাসঙ্গিক করতে চাইবে একাত্তর ততোই প্রাসঙ্গিক হবে।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানা/দার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আ/ক্রমণ চালায়।

সেই জহুরুল হক হলের প্রবেশ পথেই বসানো হয়েছে পাকিস্তানের পতাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর সাক্ষী রয়েছে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের, মুক্তি যুদ্ধের উত্তাল দিনগুলোর।

অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনূস যতই চান না কেন বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নষ্ট করতে, কিন্তু  রাজাকারেরাও দমাতে পারেনি, ইউনূসও পারবেন না।

৫ অগাষ্টের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে দেশের । নতুন করে পাকিস্তানের সাথে আবার সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ।

ভারত আর মুক্তি যোদ্ধারা এখন দেশের শত্রু, আর বন্ধু হল পাকিস্তান। সেই আদর্শ তো সবাই ধারণ করবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *