গাজীপুর: বিএনপির শান্তিপূর্ণ আচরণ দেখা যায় না। এবারো বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
গাজীপুর-১ আসনে মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। সংখ্যাটা আরো বেশিও হতে পারে।
এতে মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।
দুই গ্রুপের এই সংঘর্ষের ঘটনাটি ঘটে
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায়।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন।
আর এই কর্মসূচি চলাকালেই হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। আহত হন বেশ কয়েকজন।
ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
