ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়া হবে না। এতদিন যা নাটক মঞ্চস্থ হলো সব ভুয়া, জনগণ তাই বলছে।
বলা হচ্ছে, এখন তাঁর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। রোববার তাঁর সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট ভালো এসেছে বলে জানা গেছে।
এমন অবস্থায় আপাতত বিদেশে না নিয়ে দেশেই খালেদা জিয়াকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের একজন সদস্য।
হঠাৎ করে খারাপ হলো শরীর, সংকটাপন্ন অবস্থা, এখন আবার তিনি ভালো হয়ে উঠেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আপাতত বিদেশে না নিয়ে দেশেই সারিয়ে তোলার চেষ্টা করছে মেডিক্যাল বোর্ড।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং যুক্তরাজ্যে যাত্রার সমন্বয়কারী ড. এনামুল হক চৌধুরী বলেছেন, ‘কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড থেকে যা সিদ্ধান্ত দেওয়া হবে, তা-ই হবে’।
