ঢাকা: বিজয়ের মাস চলছে। কিন্তু ইউনূস ক্ষমতা দখলে নেয়ার পর থেকে দেশের অবস্থা ভয়াবহ। মুক্তিযোদ্ধাদের হত্যা করে ফেলা হচ্ছে। মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা তো চলছেই।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ। হাসিনার বিদায়ের পর থেকে ক্রমেই মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশে।

এহেন পরিস্থিতিতে রংপুরে খুন হয়ে গেলেন মুক্তিযুদ্ধে লড়াই করা হিন্দু দম্পতি।

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে খুন করা হয়েছে। নিহত যোগেশবাবুর বয়স ৭৫ বছর, নিহত সুবর্ণাদেবীর বয়স ৬০ বছর।

এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন লেখক তসলিমা নাসরিন।

ফেসবুকে তিনি লিখেছেন, রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি যোগেশ চন্দ্র রায় ও স্ত্রী সুবনা রায়কে করা জবাই করেছে দুর্বৃত্তরা।

সবাই জানে ওই দুর্বৃত্ত কারা। তারা মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, পাকিস্তানপন্থী, ইসলামপন্থী, জিহাদপন্থী হিন্দুবিদ্বেষী রাজাকার!

তিনি আরো লেখেন, রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুরে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে বাঁশের সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও করা অংশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সবাই জানে ওই দুর্বৃত্ত কারা। তারা মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, পাকিস্তানপন্থী, ইসলামপন্থী, জিহাদপন্থী রাজাকার!

প্রশ্ন করেন, এই দুর্বৃত্ত শব্দটি কি না লিখলেই নয়, যখন জানাই আছে কারা করেছে দুষ্কর্মগুলো”?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *