ঢাকা: ক্রিকেট এবং রাজনীতিতে বলা যায় বিতর্কের নাম সাকিব আল হাসান। তবে তাঁকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট ভাবাও যায় না।
২০২৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। তারপর তো কেটে গিয়েছে প্রায় এক বছরের বেশি সময়।
এই সময়টাতে আবারো রাজনৈতিক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবেই তাঁকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। তবে শিরদাঁড়া অবশ্য সোজা রাখতে জানেন তিনি।
শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোয় তাঁকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তবে জুলাই আন্দোলনকারীদের মুখের ওপর জবাব ছুঁড়ে দিয়েছেন তিনি।
এবার টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে অবসর ভেঙে ফেরার কথা জানালেন সাকিব হাসান।
বাংলাদেশে ফিরে তিন ফরম্যাটেই একটা করে সিরিজ় খেলে পাকাপাকি অবসর নেওয়াটাই তাঁর ইচ্ছা বলে জানিয়ে দিলেন।
মইন আলির সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামে একটি পডকাস্টে প্রকাশ্যে আনেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা।
তিনি বলেন, ‘আমি আনুষ্ঠানিক ভাবে এখনও সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিইনি। এই প্রথম এটা প্রকাশ্যে আনলাম। আমার পরিকল্পনা রয়েছে বাংলাদেশে ফিরে যাওয়ার।
ODI, টেস্ট ও টি-টোয়েন্টির একটা গোটা সিরিজ় খেলে অবসর নিতে চাই। বাংলাদেশে ফেরা নিয়ে আমি আশাবাদী। এই কারণেই এখনও খেলা চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্যই বিভিন্ন লিগে খেলে নিজেকে ফিট রাখার চেষ্টা করছি।’
বলেন, ‘ভালো খেললাম না খারাপ, সেটা গুরুত্বপূর্ণ নয়। যে সমর্থকরা বরাবর আমার পাশে ছিলেন, তাঁদের বিদায় জানানোর একটা সুযোগ চাইছি শুধু। তাই ঘরের মাঠে একটা সিরিজ় খেলে অবসর নিতে চাই’!
উল্লেখযোগ্য যে, শেখ হাসিনার দেশত্যাগের পর রাজনৈতিক পটপরিবর্তন হয় বাংলাদেশে।
তারপর থেকেই দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
