ঢাকা: গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর জঙ্গী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন থানা ও প্রতিষ্ঠান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে।
জামায়াত এখন মুখে বড় বড় বুলি আওড়ায়। কথায় বলে না ভুতের মুখে রাম নাম! সেটাই হয়েছে রাজাকার, দেশদ্রোহী জামায়াতের ক্ষেত্রে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অবৈধ অস্ত্রধারীদের এখনই গ্রেপ্তার করতে হবে।
তা এখনো এরা হবে হবে কেন বলে? হয়নি কেন এখনো? দেড় বছর হলো ইউনূস ক্ষমতায়, অথচ দেশের সংস্কার হলো না কেন? যা তারা আশ্বাস দিয়ে ক্ষমতায় বসেছিলো?
এদিকে, মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী তা জানতে এসেছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে কথা হয়েছে।
অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে কথা হয়েছে।প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। সিসি টিভি ব্যবহার আমাদের জোর দাবি। তারা বিশাল ব্যয়ের কথা বলেছেন। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনে জন্য টাকার অংক গুরুত্বপূর্ণ নয়।
তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল হলে এগুলো কী করে নিয়ন্ত্রণ করবে ইসি এসব নিয়েও কথা হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন সুষ্ঠু নির্বাচনের জন্য এমন কথা দিয়েছে।
