ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে একসাথে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া পড়েছে।

সন্দেহ করা হচ্ছে তাঁদের বাড়ির গৃহকর্মীই এই খুন করেছে। গৃহকর্মীর নাম আয়েশা।

এখন খুনের এই ঘটনাটি নতুন মোড় নিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মী আয়েশা কালো বোরকা পরে বাসায় ঢুকেছে, কিন্তু অল্প সময় পর স্কুল ড্রেস পরে বেরিয়ে গেছে।

এক ঘণ্টা ৪৪ মিনিট পর অর্থাৎ সকাল ৯টা ৩৬ মিনিটে গৃহকর্মী বাড়ি থেকে স্কুল ড্রেস পরে বেরিয়ে যায়।

এক সপ্তাহ হয়নি এই আয়েশা কাজে যোগ দিয়েছিলো। চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মীর এমন অস্বাভাবিক আচরণ ভাবিয়ে তুলেছে। ঘাতককে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন লায়লার স্বামী আজিজুল।

পুলিশ জানায়, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাসা থেকে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিজা লাওয়াল বিনতে আজিজের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন লায়লার স্বামী আজিজুল।

গৃহকর্মী পোশাক কেন পাল্টালো? এই নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

তবে এই গৃহকর্মী কোন কারণে এই কাজ করলো, তার সাথে আর কারা জড়িত? এই উদ্দেশ্যেই কী ঘরের কাজে যোগ দিয়েছিলো সে? এর উত্তর কবে বেরোবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *