ঢাকা: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী কি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে?

রাজধানী ভাটারা থানা এলাকায় এক ভবনের ফ্ল্যাটের কক্ষের দরজা ভেঙে আপন (২০) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিছানায় পড়ে ছিলো তাঁর দেহ।

নিহত আপন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে আপনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আপনের ফুফাতো ভাই সাজিদ বলেছেন, সোমবার দুপুরের দিকে আপন তাঁর কক্ষের দরজা বন্ধ করে ঘুমাতে যান। এরপর কয়েক ঘণ্টা পার হলে তার কোনোরকম সাড়া-শব্দ না পেয়ে আমরা বিষয়টি থানা পুলিশকে জানাই।

ঘটনার খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে দেখে আপন বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। পুলিশের সহযোগিতায় আমরা তাকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে হঠাৎ কী এমন ঘটলো তাঁর সাথে? এই নিয়ে প্রশ্ন জাগছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *