ঢাকা: শীত বাড়ছে দিনে দিনে। রীতিমতো কাঁপছে শীতের তীব্রতায় মানুষ।
টানা চারদিন ধরে তেঁতুলিয়া উপজেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে তাপমাত্রা এক অংকের ঘরে দাঁড়াবে।
আজ, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যাতে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
এদিকে, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমের সর্বনিম্ন ছিল।
বেলা বাড়লে লোকজনের একটু রেহাই হয়, তাছাড়া অনেক সমস্যায় পড়তে হয় শীতের তীব্রতায়।
শীত বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। আগুন জ্বালিয়ে তাপছে মানুষ।
