ঢাকা: খালেদা জিয়াকে লণ্ডন নেয়া হচ্ছে না। যা এতদিন হয়েছে সব নাটক। আসলে খেলা ভিন্ন।

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

বলা হচ্ছে এখন পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার উপযুক্ত নয়।

ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ অন্য সমস্যাগুলো তাঁর অপরিবর্তিত রয়েছে। জানা গেলো, তাঁকে ঢাকায় রেখেই চিকিৎসা করা হবে। প্রতিদিন তাঁর ডায়ালাইসিস করতে হচ্ছে।

এছাড়া নতুন কোনো আপডেট জানা যায়নি। কাতার আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর যে প্রক্রিয়া চলছিল, সেটি স্থগিত রাখা হয়েছে।

জোবাইদা রহমান এসেছেন দেশে। পুত্রবধূ শাশুড়ি মায়ের খোঁজখবর রাখছেন বলে খবর।

গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসার তদারকি করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *