শরীয়তপুর: ধর্ষণের সংস্কৃতি চলছে বাংলাদেশে। শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

এই সময় তার সঙ্গে থাকা এক সহপাঠীকে বেঁধে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বনবিভাগ কার্যালয়ের পাশের এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, তিনি শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পরীক্ষা শেষে বিকেলে এক সহপাঠীকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসের অপেক্ষা করছিলেন।

তবে বাস না পেয়ে দুজনে হাঁটতে থাকেন। বনবিভাগের সামনে পৌঁছালে কয়েকজন যুবক তাদের পথরোধ করে।

তারপর অভিযুক্তরা তাদের জোর করে বনবিভাগের ভেতরে নিয়ে যায়। সেখানে সহপাঠীকে আটকে রেখে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়, টাকাও দাবি করে।

এবং ছাত্রীকে পাশের ঝোপের মধ্যে নিয়ে তিনজন যুবক জোরপূর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমাকে প্রথমে অনেক মারধর করা হয়। ওরা কমপক্ষে ১০ জন ছিলো। তাদের মধ্যে তিনজন আমার সঙ্গে খারাপ কাজ করেছে। আমি অনেক কান্নাকাটি করেছি, ওরা আমাকে ছাড়েনি। আমার সঙ্গে যেই অন্যায় হয়েছে তার বিচার চাই।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *