ঢাকা: দেশকে প্রাথমিক পর্যায়ে লুটেপুটে খাওয়া শেষ। দ্বিতীয় দফায় খেতে নির্বাচনে দাঁড়াতে উপদেষ্টা পদ থেকে সরে আসছেন অবৈধ দুই উপদেষ্টা।
দেড়বছরে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। পকেট গরম করে নিয়েছেন উপদেষ্টারা।
আসিফ মাহমুদের বিরুদ্ধে ইতিমধ্যেই নানা অভিযোগ।
দুই ছাত্র উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁরা মোট তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
তারা উপদেষ্টা পরিষদ থেকে সরে গেলে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে, নাকি পুরনো উপদেষ্টাদের মধ্যে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হবে- সেই প্রশ্ন উঠেছে এখন।
তবে সরকারের বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে, নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম।
প্রসঙ্গত, কথাবার্তা বলতে আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অস্ত্র শস্ত্র নিয়ে চলা ব্যক্তি এই সজীব।
আজ সংবাদ সম্মেলনে তিনি তাঁর পদত্যাগ ও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন।
