ঢাকা: ৫ আগস্টের পর বাংলাদেশে এক গভীর ক্ষত তৈরি হয়েছে। যা উন্নত অবস্থার তৈরি করেছিলেন শেখ হাসিনা, তা খোদাই করে মাল মশলা সব বের করে ফেলেছে অন্তর্বর্তী সরকার।

অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, কোনোদিকেই অবস্থা ভালো নয়।

বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংকটপূর্ণ।

ড. ইউনুসের নেতৃত্বে বিএনপি, জামায়াত ও এনসিপির সমন্বয়ে গঠিত শাসনব্যবস্থা দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এই রাজনৈতিক দলগুলো চাঁদাবাজী, দখলবাজী এবং প্রতিহিংসাপরায়ণ কার্যক্রম চালাচ্ছে, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে অসহায় জনগণ।

দেশের অর্থনীতির অবস্থা তো বলেই লাভ নেই। অর্থনীতি ধ্বংসপ্রায়। সরকারি উন্নয়ন কার্যক্রম স্থবির, বিদেশী বিনিয়োগ বন্ধ, দুর্নীতির মহা উৎসব চলছে।

বিদেশে গিয়ে ইউনূস বলছেন ১৬ কোটি মানুষকে খাওয়ান, অথচ মানুষ একবেলা ভাতের জন্য হাহাকার করছে।

শুধু তাই নয়, পাকিস্তানপ্রেমী নীতি প্রচার করছে এই সরকার । তারা জঙ্গী উত্থানকে উৎসাহ দিচ্ছে এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে।

জনগণ আওয়ামী লীগ ছাড়া ভোট দেবে না জানিয়ে দিয়েছে।

যদি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে একতরফা ক্ষমতায় বসে তাহলে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে বলে জনগন মনে করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *