ঢাকা: খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ।

গত দেড় বছরে দেশের উন্নয়নে, ছাত্রসমাজের কল্যাণে কী কী কাজ করলেন, তার একটা হিসাব কী তিনি/ তাঁরা আজকে দিয়েছেন?

চুরি বাটপারি চাঁদাবাজি করে এখনও কি সেই সাধারণ ছাত্রদের মতো করে জীবন পরিচালনা করবেন?

গত ১৬ মাসের তাঁর সকল সম্পদের আয় ব্যয় জনসম্মুখে প্রকাশ করেছেন কী?

সম্ভবত উপদেষ্টাদের মধ্যে সবচাইতে বেশি দুর্নীতির অভিযোগ আসিফ মাহমুদের দিকেই।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন বলেই জানা গিয়েছে।

আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে।

বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তাঁরা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা গেছে, এই দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস ‍উইং। আজ (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় এই বিষয়ে ব্রিফিং করা হবে।

উল্লেখযোগ্য যে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তারা আরও সময় চেয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *