ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ, শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আগামী নির্বাচনে দলের অংশগ্রহণ নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এতে ছাত্রলীগ পূর্ণাঙ্গ সমর্থন জানায়।

আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) সারা দেশে সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

কর্মসূচির সময়সূচি: আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে বলা হয়েছে:

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার: সারা দেশে মশাল মিছিল।

১২ ডিসেম্বর, শুক্রবার: বাদ জুম্মা বিক্ষোভ মিছিল।

১৩ ডিসেম্বর, শনিবার: ঢাকা সহ সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউন।

অবৈধ গ্রেফতার, গায়েবী মামলা, শিক্ষার্থীদের বহিষ্কার–সনদ বাতিলের নামে শিক্ষাজীবন ধ্বংস, শিক্ষক অপমান, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন প্রদর্শন – সবকিছুর বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মসূচি ।

জনগণের নিরাপত্তা ফিরিয়ে আনা, রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠন করা এবং জননেত্রী শেখ হাসিনার নামে দায়ের করা মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার করানো আন্দোলনের লক্ষ্য ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *