ঢাকা: বন্দি সময় কেটেছে অর্থ উপদেষ্টার। সচিবালয়ে ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় অবশেষে বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় ত্যাগ করেন।
উপদেষ্টাকে অবরুদ্ধ করে ফেলেন রীতিমতো সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা।
তাঁরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করছেন। দেখা যায়, ক্ষুব্ধ হয়ে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশি পাহারায় সচিবালয় ত্যাগ করেন।
অবরুদ্ধ থাকাকালীন বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উপদেষ্টাকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
অর্থ উপদেষ্টাকে অবরোধ করা কর্মচারীরা বলেছেন, ‘ঝুঁকির মধ্যেও দায়িত্ব পালন করি আমরা। জাতীয় প্রেস ক্লাব, সচিবালয় এলাকা দেশের প্রায় সব রাজনৈতিক ও সরকারি-বেসরকারি পেশাজীবী আন্দোলনের কেন্দ্রবিন্দু।
ঘন ঘন সমাবেশ, মিছিল ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সচিবালয়ের কর্মীদের প্রতিদিনই বাড়তি ঝুঁকি ও চাপের মধ্যে কাজ করতে হয়। অতিরিক্ত সময় কাজ করি, কিন্তু কোনো ওভারটাইম নেই। বিকেল ৫টার পরও রাত ৮-৯টা পর্যন্ত কাজ করতে হয়।
কারণ, জরুরি ফাইল, নীতিনির্ধারণ ও সমন্বয়মূলক কাজ থেমে থাকে না। কিন্তু এই অতিরিক্ত শ্রমের জন্য কোনো ওভারটাইম সুবিধা নেই, যা সচিবালয় ভাতার যৌক্তিকতা আরো স্পষ্ট করে। রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয়ে টিপটপ ভাতা এবং অতিরিক্ত কাজের জন্য আর্থিক সুবিধা পাওয়া যায়।’
