রাজশাহী: ৩০ ফুট গভীরে পড়ে গিয়েছে একটি শিশু। ভয়াবহ পরিস্থিতি রাজশাহীতে।

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীরে পড়ে যাওয়ার ১০ ঘণ্টা পার হলেও শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি বলে জানা গিয়েছে।

রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত উদ্ধারকর্মীরা মাটির নিচে প্রায় ১৮ থেকে ২০ ফুট পর্যন্ত খনন করতে পেরেছেন বলে জানা যায়।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তের ভেতরে নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

শিশুটির বয়স দুই বছর।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় ২ বছর বয়সী স্বাধীন।

তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।

গর্তের পাশে দুটি স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ চলছে।

এদিকে, উদ্ধার অভিযান দেখেতে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *