সিলেট: দফায় দফায় ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। এর আগে ভয়াবহ ক্ষতিসাধন হয়েছে দেশের।
এবার সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। তবে দুটি ভূমিকম্প তেমন শক্তিশালী ছিলো না।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো সিলেটে বিয়ানীবাজারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।
আর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মৌলভীবাজারের বড়লেখা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৩.৩।
