ঢাকা: এবার তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ কার্যসূচি।
বিক্ষোভের ফলে এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষোভ শুরু হয় শিক্ষার্থীদের।
এক শিক্ষার্থীর মৃত্যুর পর এই প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা।
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যাওয়ার পর এই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
পুলিশ সূত্র জানায়, কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই মৃত্যুর বিরুদ্ধে।
শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং এই ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
