ঢাকা: দেশের স্বাধীনতা এবং মুক্তি-সংগ্রামের ইতিহাসে একটি বেদনাঘন দিন ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত সময়ে, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আলবদর এবং আলশামস বাহিনী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের—শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

তাদের লক্ষ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করে দেয়া। যাতে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। ভবিষ্যতে উন্নয়ন ও নেতৃত্ব থেকে তাদের বঞ্চিত করা।

এই দিনটিতে দেশের মানুষ তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে, যাঁরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন।

শহিদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচী রয়েছে:

– মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

– ধানমন্ডির বত্রিশ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

– রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন।

– গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন।

– শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *