ঢাকা: সুদানে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য প্রাণ হারিয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার, সুদানের দক্ষিণ কোরডোফান রাজ্যের কাদুগলিতে, রাষ্ট্রসংঘের অস্থায়ী নিরাপত্তা বাহিনী একটি লজিস্টিক ক্যাম্পে ড্রোন হামলা চালানো হয়।

রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘‘অযৌক্তিক’’ আখ্যা দিয়ে বলেন, ‘‘এই হামলা আধরনের   ন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত হতে পারে।’’

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, ‘‘এলাকার পরিস্থিতি এখনও অস্থিতিশীল, এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। আহতদের চিকিৎসা ও উদ্ধার অভিযানে কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।’’

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ হামলায় কর্তব্যরত ৬ জন বাংলাদেশী শান্তিরক্ষী শহীদ হন।

তাঁরা হলেন—নাটোরের কর্পোরাল মো. মাসুদ রানা (এএসসি), কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম (বীর), রাজবাড়ির সৈনিক শামীম রেজা (বীর), কুড়িগ্রামের সৈনিক শান্ত মন্ডল (বীর), কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

হামলায় আহত হয়েছেন মোট ৮ জন শান্তিরক্ষী। আহতদের মধ্যে রয়েছেন—কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (পিএসসি, অর্ডন্যান্স), দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (বীর), ঢাকার কর্পোরাল আফরোজা পারভিন ইতি (সিগনালস), বরগুনার ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (ইএমই), কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির (বীর), রংপুরের সৈনিক মোসা. উম্মে হানি আক্তার (ইঞ্জিনিয়ারিং), মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার (অর্ডন্যান্স) এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান (বীর)।

আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *