ঢাকা: আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পরাজয় নিশ্চিত জেনে এদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে পাকিস্তানি হানাদারেরা।

১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর) পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসরা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতির বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ডকে ধ্বংস করে দেয়।

এর দুইদিন পরই ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী। এর মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় হয়।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘১৪ই ডিসেম্বর—মহান বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গভীর শ্রদ্ধা। যাঁদের রক্তে লেখা হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সোশ্যাল অ্যাকাউন্টেও শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, ‘শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভীর শ্রদ্ধা। তাঁদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগে আলোকিত আমাদের স্বাধীন বাংলাদেশ।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *