ঢাকা: রাজনীতি নাকি ষড়যন্ত্র? ​বিজয়নগরের ফুটপাথে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর দিনের আলোয় গুলি!

শরীয়ত ওসমান হাদি, যিনি ঢাকা-৮ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

​রাজনৈতিক প্রচারণার মাঝে এমন হামলা কি কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা? নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র, যা গণতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে?

​হাদিকে আবু সাঈদ করার চেষ্টা কারা করলো?

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার পরিস্থিতি জানিয়েছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

মেডিকেল বোর্ড জানিয়েছে, দ্বিতীয় দিনে পুনরায় করা সিটিস্ক্যানে দেখা গেছে ওসমান হাদির মস্তিষ্কের ফোলা আগের চেয়ে আরও বেড়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে। খবর বিবিসির।

রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে। এবং চেস্ট ড্রেইন টিউবও সচল রয়েছে।

এছাড়া, রোগীর রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে মেডিকেল বোর্ড।

তারা বলছেন, ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠানামা দেখা যাচ্ছে।

মেডিকেল বোর্ড জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে এভারকেয়ার হাসপাতাল কৃর্তপক্ষ সে বিষয়ে সহযোগিতা করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *