ঢাকা: যে সরকার নিজেই অবৈধ পথে ক্ষমতায় এসেছে, সেই সরকারের আমলে দেশে আইনের শাসন থাকবে এটা আশা করাটাই বোকামি।
২০২৪ সালের জুলাই মাসে রক্তাক্ত দাঙ্গা বাঁধিয়ে, একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে যারা ক্ষমতায় এসেছে। তারা আর কি জনগণের নিরাপত্তা দেবে?
অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা দম্ভভরে অথবা গা ছাড়া দিয়ে বলছেন, ‘নির্বাচনের আগে না, এ ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এগুলোর সব বন্ধ হয়ে যাবে, তা-ও আমি বলতে পারি না।
যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত বা লাইট অন-অফের মতো কোনো সুইচ থাকত, তাহলে আমি করে দিতাম; লাইট অফ, এখন আর কোনো কিলিং-টিলিং কোনো কিছু হবে না। আমার কাছে তো ও রকম কোনো ম্যাজিক নেই’।
স্বরাষ্ট্র উপদেষ্টাই যেখানে হাত উঠিয়ে দেন, সেখানে কী থাকবে আর?
এইবার ঝিনাইদহের শৈলকূপায় পেঁয়াজ ক্ষেতে পড়েছিলো এক যুবকের লাশ।
দেশের মানুষগুলো সরকারের কাছে কেমন বেওয়ারিশ হয়ে গেছে, সরকার এই চোখেই দেখছে জনগণকে।
পেঁয়াজ ক্ষেত সোহাগ হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বারোইপাড়া গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে সোহাগ হোসেন তার বাবার সঙ্গে বারইপাড়া এলাকার মাঠে পেঁয়াজ রোপণ করতে যায়। দুপুরে তার বাবা খাবার খেতে বাড়ি ফিরে আসে।
আর সেই সময় সোহাগ মাঠেই ছিল। তবে সন্ধ্যা পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে যায়।
এ সময় দেখা যায় পেঁয়াজ ক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে আছে। পুলিশে খবর দিলে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই মৃত্যু স্বাভাবিক নয়, সেটা স্পষ্ট। নিহত যুবকের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
