ঢাকা: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এই কথা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এমনকি সিইসি পর্যন্ত বলছেন!

অথচ যারা এই দেশটার ধুলো প্রতিদিন গায়ে মাখে, কাজ করে, বাইরে বেরোতে হয় তাঁরা কী বলছেন?

তাঁরা বলছেন, ‘আমরা সকালে ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে বেরোতে ভয় পাই। কখন কী ঘটে! কারণ আমরা এখন হয়েছি বেওয়ারিশ, বেওয়ারিশের মতো লাশ পড়ে থাকে এখানে ওখানে’!

খুন, গুলি, মব কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ইন্টেরিম ব্যর্থ!

সিইসির কথা অবাক করছে রীতিমতো!

জীবন হারানোর সাথে কোনো কিছুর তুলনা হয় না। একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির এমন উদাসীন মন্তব্য দেশের বিচার ব্যবস্থার ওপর আঘাত।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন,নির্বাচনের জন্য কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুই একটা খুন খারাবি হয়। হাদির ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানান নাসির উদ্দিন।

তিনি আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ টেনে বলেন, সবসময় এমন ঘটনা ছিল।

আহসানউল্লাহ মাস্টারের সঙ্গেও এমন হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটে। এটা নতুন কিছু না।

সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

হাদির ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুজন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অন্য এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *