চট্টগ্রাম: রাজাকার রয়ে গেছে দেশে। এরা দেশকে নষ্টের পথে নিয়ে যাচ্ছে।

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে, পাক হানাদারের পক্ষ নিয়ে ইতিহাস বিকৃতকারী চবির প্রো- ভিসি শামীম উদ্দিন খানের বক্তব্য আলোচনা সৃষ্টি করেছে।

তাঁকে অবিলম্বে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইতিহাস বিকৃতকারী শামীম উদ্দিন খানের ক্ষমা চাওয়া এবং পদত্যাগের আগে এই তালা খুলবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন।

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

পাশাপাশি ওই বক্তব্যের সময় উপস্থিত সংশ্লিষ্ট সবার কাছ থেকেও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেছেন, স্বাধীন দেশে টাকার বিনিময়ে চাকরির করা একজন উপ-উপাচার্যের কীভাবে এমন কথা বলতে পারে। এর জবাবদিহি করতেই হবে।

নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগই আমাদের একমাত্র দাবি, না হলে আরও কঠোর কর্মসূচি আসছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *