ঢাকা: সবাই মন খুলে আমাদের সমালোচনা করবেন বলা সেই দল অন্যায়ভাবে সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ড দিয়ে জেল হাজতে দিলো।
আহারে গণমাধ্যমের স্বাধীনতা!
কী সুন্দর বাক্ স্বাধীনতা। বিজয়ের মাসে বন্দি স্বাধীনতা।
সাংবাদিক আনিস আলমগীর স্পষ্টবাদী মানুষ। এ কারণে গতকাল রাতে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে আজ তাঁর বিরুদ্ধেও মামলা করা হয়! এরপর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
দুপুরে আদালতে দাঁড়িয়ে আনিস আলমগীর বলেন, ‘মাননীয় আদালত, আমি সাংবাদিক। আমি ক্ষমতাকে প্রশ্ন করি। দুই যুগ ধরে আমি এটা করে এসেছি। আমার জব (কাজ) কারও কাছে নতজানু হওয়া না। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা।’
অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের ঘটনায় ক্ষমতাসীনদের প্রশ্ন করাই সাংবাদিকতা। কিন্তু দলনিরপেক্ষ সাংবাদিকতাকেও অপরাধের কাতারে ফেলা হচ্ছে?
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।
এই মামলায় আরও তিন আসামি হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজের।
