ঢাকা: ৫ আগস্টের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। বাংলাদেশ ঝুঁকেছে জঙ্গী রাষ্ট্র পাকিস্তানের দিকে। এই দেশেও জঙ্গী চাষাবাদ হচ্ছে, সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে স্বাভাবিকভাবেই ভাটা পড়েছে।
তবে যত যাই হোক, ভারত ছাড়া গতি নেই বাংলাদেশের। ভারত বিরোধিতা সময়ে গিয়ে শেষ হয়ে যায় রাজাকার বাহিনীর।
রাজনীতিকে দূরে সরিয়ে রেখেই বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
২০২৫-‘২৬ অর্থবর্ষে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে বাংলাদেশ।
সোমবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ভারত থেকে চাল কেনায় অনুমোদন দিয়েছে।
প্রতি মেট্রিক টন চালের জন্য ধরা হয়েছে ৩৫১.১১ মার্কিন ডলার। সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ২১৪ কোটি ৭০ লক্ষ ৩৭ হাজার ৬৫০ টাকা।
ভারত থেকে চাল কিনলে খরচ অনেক কম হয়।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্যাকেজ-৮ এর আওতায় নন-বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫১.১১ মার্কিন ডলার।
