নওগাঁ: দেশকে দ্বন্দ্বমুক্ত দেখতে সন্ত্রাসীগোষ্ঠীর ভালো লাগে না। এরা যে কোনোভাবে হামলা করার জন্য তৈরি থাকে। নিজেরাই বাক স্বাধীনতার গল্প শোনায় আবার অন্যের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড করে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) নওগাঁর শিক্ষার্থীরা।

জাতীয় পার্টি কার্যালয়ের ভেতরে থাকা একটি লাঙল (দলীয় প্রতীক) দিয়ে ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উপকিল পাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে এই ঘটনা ঘটে।

অফিসটি স্থানীয়ভাবে জাতীয় পার্টির কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

জানা গিয়েছে, দুপুরে মিটিংয়ের জন্য কয়েকজন নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হন।

তবে সেখানে না ছিলো নাশকতা, না ছিলো অন্য অপকর্ম।

এই মিটিংয়ের খবর পেয়েই সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

অফিস কক্ষে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, দলীয় প্রতীক লাঙ্গলসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর চালায় এরা। এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রেজোয়ান, রাফিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *