ঢাকা: এইতো মুক্তিযুদ্ধের সম্মান, মুক্তিযোদ্ধার সম্মান। তাহলে বুঝুন, উপদেষ্টারা যে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দিলেন কাদের দিলেন তাঁরা জানেন?

যারা দেশ ভালোবাসে না তাঁরা মুক্তিযোদ্ধাদের ভালোবাসতে পারবে? শ্রদ্ধাঞ্জলি জানানোর অধিকার সবার। তাহলে কেন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হলেন?

এই বিজয় দিবস পালন পাকিস্তানপন্থী অন্তর্বর্তী সরকারের?

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলেন এক ছাত্রলীগ কর্মী, তাঁকে আটক করা হয়েছে ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে আশুলিয়া থানা পুলিশ তাঁকে আটক করে।

আটককৃতের নাম শেখ শিমন (২১)। তিনি আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য।

তাঁর অপরাধ তিনি লীগ করেন। কিন্তু তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানোয় বাধা কেন? এই স্বাধীনতা দিয়েছে ইন্টেরিম?

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসলে তাকে আটক করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *