পঞ্চগড়: শীত বাড়ছে দিনে দিনে। চলছে শৈত্যপ্রবাহ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এই অঞ্চলে রেকর্ড হচ্ছে।
এদিন, বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।
কনকনে বাতাসে কাবু হলেও খেটে খাওয়া মানুষের কাজে যেতেই হয়। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।
রিকশাচালকরা বলছেন, ‘শীতের কষ্ট গায়ে সইলেও পেটে সয় না। একদিন কাজে না বের হইলে পেট চালানো মুশকিল। এমন শীতে রিকশা চালাইতেও হাত পা অবশ হয়ে আসে। গরিব হয়ে আছি বিপদে; আমাদের শীতও আটকায় না, পেটও মানে না।’
