ঢাকা: রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান।
এদিন, দুপুর দেড়টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ঘন ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, পেছনের ভবনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
