ঢাকা: এখনো বিমানে উঠলেন না, তার আগেই বিমানবন্দরে কী করতে হবে জানিয়ে দিলেন।
মুচলেকা দিয়ে দেশ ছাড়া তারেক রহমান দেশে আসছেন এটি অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। তবে তিনি আর আসেন না।
তারেক রহমান দেশে এলে ক্ষতি ইউনূস, জামায়াতের। ফলে তারাই চায় না তারেক রহমান দেশে আসুন। যদিও জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই তারেক রহমান দেশে এলে।
তারেক রহমান বলেন, ‘আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা সেদিন এয়ারপোর্টে যাবেন না। কারণ, এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে। এবং মানুষ জানবে যে এরা সবাই বাংলাদেশী। এতে করে দেশের সুনাম নষ্ট হবে। দলের সুনাম নষ্ট হবে।’
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্য তারেক রহমান এ কথা বলেন।
তিনি বলেন, আপনাদের সঙ্গে আমি দীর্ঘ ১৮ বছর ছিলাম। এই দীর্ঘ সময়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে। আপনাদের সঙ্গে বহু স্মৃতি রয়ে গিয়েছে।
আপনাদের সঙ্গে বহু দুঃখ-কষ্ট শেয়ার করেছি। প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাবো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের স্বার্থে সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হবো তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন।
