রাজশাহী: ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বিষাক্ত হয়ে উঠছে। বিষাক্ত হচ্ছে এই দেশের কিছু বিজ্ঞ নেতার সন্ত্রাসী বক্তব্যের জন্য।

এবার দুই শহর রাজশাহী এবং খুলনায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। বৃহস্পতিবার সারা দিনের জন্য এই দু’টি ভিসাকেন্দ্র বন্ধ থাকবে।

যে ভিসা আবেদনকারী বৃহস্পতিবারের জন্য ‘স্লট’ বুক করেছিলেন, তাঁদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে।

বর্তমানের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত, এমনটা জানিয়েছে বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

উল্লেখযোগ্য যে, বুধবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করেছিল ভারতের বিদেশ মন্ত্রক।

হাসনাত আবদুল্লার ভারতবিরোধী বক্তৃতার প্রেক্ষিতেই এই তলব। হাসনাতের বক্তব্য ছিলো জঙ্গী মার্কা। যা ভারত ভালো দৃষ্টিতে দেখছে না।

হাসনাত তাঁর বক্তৃতায় ‘সেভেন সিস্টার্স’-কে ভারতের মানচিত্র থেকে আলাদা করার হুমকি দেন। এর আগে সেভেন সিস্টার্স এর‌ কথা ইউনূসের মুখেও শোনা গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *