ঢাকা: বলছেন তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে আসবেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার জন্য বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষে রেল মন্ত্রণালয় বরাবর ট্রেন রিজার্ভ চেয়ে চিঠি পাঠান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উক্ত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
তাঁকে সংবর্ধনা জানানোর জন্য সারাদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় আসবেন। তাঁদের আগমণের সুবিধার্থে বিএনপি ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটের ট্রেন রিজার্ভ করতে ইচ্ছুক।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান রাজধানীতে অবতরণ করবে। খবরটি নিশ্চিত করেছে বিবিসি বাংলা।
আব্দুস সাত্তার আরো জানিয়েছেন, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। তিনি তাঁর মেয়ে জাইমা রহমানকেও সঙ্গে আনার পরিকল্পনা করেছেন।
