ময়মনসিংহ: ময়মনসিংহে নির্মমভাবে হত্যা করা হয়েছে হিন্দু যুবককে। পুড়িয়ে মেরে ফেলা হয়েছে।
মব দ্বারা পরিচালিত দখলদার সরকার রাষ্ট্রকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। এই দখলদার সরকারের বিদায়ই কেবল দেশে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে।
ময়মনসিংহের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশে। ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তাঁর বয়স ২৭ বছর।
র্যাবের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন – মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
তবে গ্রেপ্তার তো হয় অনেকেই, তবে এসবে বিশ্বাস নেই জনগণের। কারণ বড় বড় অপরাধী, আসামিকে জেল থেকে বের করে ফেলা হয়েছে। তাদের নামে সব মামলা শেষ। সেখানে এই সাতজনের কী হবে?
