ঢাকা: জেলে মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে।
এবার কাশিমপুর কারাগারে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মারা গিয়েছেন বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ওয়াসিকুর রহমান বাবু। রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।
তবে এই মৃত্যুকে অস্বাভাবিক বলছেন নিহতের পরিবার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্বাভাবিকভাবে এই মৃত্যু হতেই পারে না বলে তারা দাবি করছেন।
তাদের অভিযোগ, কারা কর্তৃপক্ষের চরম অবহেলা এবং সরকারের প্রতিহিংসপরায়ণ আচরণের কারণে ঘটা ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।
সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বলেন, “গত সেপ্টেম্বরে গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার- ২ এ নেওয়া হয় ওয়াসিকুরকে। একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর হলে রোববার বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পুলিশের একটি দল এসেছিল।
“বিকাল সোয়া ৪টার দিকে পুলিশের কাছে হস্তান্তরের সময় কারাগারের ফটকেই অজ্ঞান হয়ে পড়েন ওয়াশিকুর। তাৎক্ষণিকভাবে তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
গত ২৪ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকায় ‘ঝটিকা মিছিল’ করার সময় লোকজনের হাতে বাবু আটক হন বলে জানা যায়।
তাঁকে প্রচুর মারধর করা হয়। এরপর কলাবাগান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি গুরুতর আহত ছিলেন। এবং গ্রেপ্তারের পর বাবু কোনো চিকিৎসা পাননি।
