মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) আর নেই।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়েছে।

তাঁর স্ত্রীর নাম আভা রানী ঘোষ।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। তিনি ধানমন্ডির বাসাতেই থাকতেন।

গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

তবে সবাইকে ছেড়ে তিনি চলে গেলেন।

তাঁর শরীর অসুস্থ ছিলো প্রায় ৮/৯ বছর ধরেই। রাজনীতি থেকেও এই অসুস্থতার জন্য সরে গিয়েছিলেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে কর্মীদের যথাযথ মূল্যায়নের কারণে তৃণমূলে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (কুলা প্রতীক) ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে (ধানের শীষ) পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *