ঢাকা: দেশে অশান্তির আবহ। একজনের কবর হতে না হতেই আরেকজনকে একই কায়দায় গুলি!
ওসমান হাদির পরে আরও এক জন। খুলনায় নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতাকে গুলি করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে তাঁকে গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
জানা গেছে, হাদি হত্যাকাণ্ডের মতোই ‘টার্গেটেড কিলিং’ স্টাইলে মোতালেব শিকদারের মাথার বাম পাশে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
মোতালেব শিকদার জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় আহ্বায়ক এবং দলটির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক।
এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব লেনদেন বিশ্লেষণে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।
বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে।
এটা কি কোনো চাট্টিখানি কথা? এত বড় ফান্ডের খবর জানার পরেও সরকার কেন এখনো ডিফেন্সিভ মুডে? কেন অ্যাটাকিং অ্যাকশনে যাচ্ছে না? এর কারণ কী?
আর হাদির রক্তের দাগ শুকাতে না শুকাতেই খুলনায় এনসিপি নেতা মোতালেবকে ঠিক একই স্টাইলে গুলি করা হলো।
