ঢাকা: হাদির মৃত্যুর পর ডেইলি স্টার কার্যালয়ে ভয়াবহ হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটেছে। দেশটা পুরো লুটেই শেষ করে ফেললো জামাত শিবির, ইউনূস গং।

গত বৃহস্পতিবার রাতে তরুণ নেতা তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুসংবাদ দেশে পৌঁছোতেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সেই রাতে ‘প্রথম আলো’ ও ‘ডেলি স্টার’-এর দফতরেও তাণ্ডব চলে। ভিতরে ঢুকে তছনছ করা হয় কাগজপত্র, কম্পিউটার।

এই ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের নামে মামলা হয়েছে। কর্তৃপক্ষ দাবি করেছেন প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু জানিয়েছেন, ‘ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত চলছে। আসামি গ্রেফতারে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।’

এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯ ডিসেম্বর রাত ১২টা ২৫ মিনিটে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে ডেইলি স্টার কার্যালয়ের সামনে বেআইনিভাবে সমবেত হয়। তারা উত্তেজনাকর স্লোগান দিয়ে জনরোষ ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালায়।

হামলাকারীরা কার্যালয়ের ভেতরে থাকা সাংবাদিক, কর্মচারীদের মারধরের চেষ্টা করে, আসবাবপত্র ভাঙচুর করে। ভবনের নিচতলা, দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি চতুর্থ থেকে অষ্টম তলা পর্যন্ত ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

কার্যালয়ের জিনিসপত্র লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগের সাথে সাথে।

এজাহার অনুযায়ী, দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সার্ভার, প্রিন্টার, স্টুডিও ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ধ্বংস এবং লুট করা হয়, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এছাড়া বিভিন্ন লকারে রাখা প্রায় ৩৫ লাখ নগদ টাকা লুট করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *