ঢাকা: চলমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব ভারতের সাথে উত্তেজনা কমাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, সাধারণ নির্বাচনের আগে শান্তি ফিরুক! এমনটাই চায় রাশিয়া। এবং নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুক বাংলাদেশ। জানিয়ে দেয় রাশিয়া।
সোমবার ঢাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরাইভিচ।
সেখানে তিনি রাশিয়ার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানায়, তাঁরা চান সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের অস্থিরতা শেষ হোক এবং নির্বাচনের জন্য সুস্থ একটি গঠনমূলক পরিবেশ তৈরি হোক। বাংলাদেশের অস্থিরতা ভালো চোখে দেখে না রাশিয়া।
রুশ রাষ্ট্রদূত পরিষ্কার জানিয়েছেন, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না মস্কো।
আলেকজান্ডার বলেন, “যত তাড়াতাড়ি তত ভালো”। একই সাথে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় নয়াদিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। “আপনি যত তাড়াতাড়ি উত্তেজনা কমাবেন…তত ভালো।
কারণ…ঐতিহাসিকভাবে, ১৯৭১ সাল থেকে, যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, এটি মূলত ভারতের সাহায্যের কারণেই হয়েছিল। এবং রাশিয়াও এই ক্ষেত্রে একে সমর্থন করেছিল। এবং ভারত, বাংলাদেশ এবং রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করি”।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক শুধু ২ দেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ।’
