ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল কারণে যাত্রী ছাড়া সব ভিজিটর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সবেতেই তো নিরাপত্তাজনিত কারণ দেখানো হচ্ছে, তবে এই সরকারের সব কর্মকাণ্ডই সন্দেহজনক।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিজিটর প্রবেশের বিষয়ে জানানো হয়।
জানা গেছে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
