ঢাকা: নোবেল শান্তি পুরস্কার অর্জন করা ব্যক্তি যুদ্ধে অনুপ্রেরণা দেন কীভাবে? বাংলাদেশের মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বর্তমানে এমন প্রশ্নই উঠছে।

পাকিস্তানের কার্যকলাপ কখনোই ভালো নয়। সমস্ত সন্ত্রাসী কার্যকলাপের পর এবার কাশ্মীরে মারাত্মক কাণ্ড করে বসে আছে।

বর্তমান সময়ে ভারত পাকিস্তানের উত্তপ্ত সময়। ভারত ইতিমধ্যেই সিন্ধু চুক্তি বাতিল করেছে।

আর এদিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে কথা বলছেন ইউনুস। পাকিস্তানকে তোপ দাগলে তা গিয়ে লাগছে ইউনুসের গায়ে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছেন তিনি দেশে।

তারপরেই নাম না করে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান ডঃ মুহাম্মদ ইউনুসকে সামাজিক মাধ্যমে তোপ দাগলেন লেখক তসলিমা নাসরিন।

বৃহস্পতিবার তসলিমা লিখেছেন,

“শান্তির নোবেল পেয়েছেন। আর তিনি কিনা যুদ্ধ করতে চাইছেন। পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ। ধর্মযুদ্ধ চাইছেন, সেই মধ্যযুগের ক্রুসেড চাইছেন একখানা। ভারতের একটা পারমাণবিক বোমা এঁর মাথায় যদি পড়তো ভালো হতো, কিন্তু মুশকিল হলো, উনি তো একা মরবেন না, কোটি কোটি নিরপরাধ মানুষকে নিয়ে মরবেন।”

The Norwegian Nobel Committee,

I know that once a Nobel Peace Prize has been awarded, it cannot be taken back. But please consider whether it is possible in exceptional circumstances.

You awarded the Nobel Peace Prize to Muhammad Yunus of Bangladesh. But he has not done a single act for peace. While at Grameen Bank, he evaded taxes, used foreign donations intended for the bank to establish numerous business ventures, and when women who took microloans failed to repay with interest, Grameen Bank’s enforcers would demolish their homes.

Now, he has illegally assumed power in Bangladesh by aligning with jihadi militants. Over the past nine months, under his orders, opposition members and minority Hindus have been killed, their homes burned and destroyed, and many have been falsely imprisoned. He has demolished the country’s history museum and obliterated statues of Bengali heroes. As an agent of Pakistan — the defeated force of 1971 — he is now frenziedly preparing for war against neighboring India.

He is 84 years old. Bangladesh has absolutely no capacity to wage war against India. Yet, in his delusion, he is about to cause the deaths of millions of people in the country. Because of attacks by jihadi militants, industries have shut down. The economic condition is about to become catastrophic. But Yunus shows no concern. He does not intend to hold elections either. His associates are busy looting the nation.

He is dragging the country into a terrifying crisis — economic, political, and social. He harbors hatred and vengeance in his heart. His behavior is uncivilized, barbaric, and brutal. He wants to kill all opposition members. He has no desire for peace. Not even for a single day in these nine months has there been peace in the country.

And you awarded him the Nobel Peace Prize?

Please take back his Nobel Prize. Set a precedent in favor of peace.

Sincerely,

Taslima Nasrin

In the 1990s, I once gave a speech at your auditorium upon invitation. I am a recipient of the European Parliament’s Sakharov Prize. ভেরিফায়েড ফেসবুক থেকে সংগৃহীত।

প্রসঙ্গত, মুহাম্মদ ইউনুস ২০০৬ সালে ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *