ঢাকা: বাঙালি সংস্কৃতির উপর আক্রমণের প্রতিবাদে ছায়ানট প্রতিবাদ সমাবেশ ডাকে। সমাবেশে প্রচুর মানুষ হয়। যারা জেহাদী অপশক্তির থেকে মুক্তি চান।
ছায়ানটে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি–ভবনের সামনে ‘গানে গানে সংহতি–সমাবেশ’ অংশ নেন কয়েকশ’ মানুষ।
গানে গানে প্রতিবাদ জানানো হয়। গলায় গলা মিলিয়ে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণাদায়ী গান ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে’ গাইলেন কয়েকশ মানুষ।
গাওয়া হল ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘চল্ চল্ চল্’সহ কয়েকটি কালজয়ী গান।
দেশের প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক, নালন্দা বিদ্যালয়ের অভিভাবকসহ বিভিন্ন বয়সী লোকজনেরা গলা মিলিয়ে গান গেয়ে প্রতিবাদ জানান।
উল্লেখযোগ্য যে, ছায়ানটে হামলায় গুঁড়িয়ে–পুড়িয়ে দেওয়া হয় শিল্পকর্ম, বাদ্যযন্ত্র, সংগীতের উপকরণসহ পুরনো দস্তাবেজ।
বাংলার আবহমান সংস্কৃতিকে চিরতরে মুছে ফেলার চক্রান্ত চলছে। ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ধ্বংসাত্মক ঘটনাটি শুধু ইট–কাঠের ক্ষতি নয়—এটি বাঙালির অনুভূতি, স্মৃতি আর বিশ্বাসের ওপর এক গভীর আঘাত।
জামাত শিবির, মৌলবাদী গোষ্ঠী নাচ গানের বিরুদ্ধে। একে একে তাই হামলা চালানো হচ্ছে।
ছায়ানটের ওপর নির্মম আঘাত নেমে এসেছে।
