ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন। দলে সাজো সাজো রব। বিএনপির তরফ থেকে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ঢাকার ৩০০ ফিটে গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ৬৩ জেলা থেকে ঢাকায় রওয়ানা দিচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা।
মঞ্চ ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকায় মানুষ ঢল নামানো শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীরা, সমর্থকরা ঢাকার দিকে ছুটছেন। দেখা গেছে, তাদের মধ্যে কয়েক লাখ মানুষ ঢাকায় পৌঁছেছেন।
আগামিকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় স্ত্রী ও কন্যাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন। তারপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন এবং পরে গুলশানের বাসভবনে পৌঁছাবেন।
তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের স্পেশাল (এসএসএফ) সদস্যরা।
উল্লেখযোগ্য যে, অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্যে আইন সংশোধন করে রহমানকে ‘ভেরি ইম্পর্টেন্ট পারসন’ (ভিআইপি) মর্যাদা এবং রাষ্ট্রীয় বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর পূর্ণ নিরাপত্তা বলয় দেওয়া হচ্ছে।
রাষ্ট্র এবং সরকার প্রধানদের জন্য বরাদ্দ করা ‘এসএসএফ’ নিরাপত্তা দলীয় পদে থাকা তারেক রহমানকে দেয়া হচ্ছে।
