চট্টগ্রাম: মন্দির থেকে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হলো না লিলু রানীর।
চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে লিলু রানী শীল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের নেপচুন চা-বাগানের ৭ নম্বর সেকশনে এই দুঃখজনক ঘটনাটি ঘটে।
বাকি যারা আহত হয়েছেন তাঁরা হলেন— মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০)।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন নেপচুন চা-বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে শিশুর অন্নপ্রাশন শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি ইজিবাইক উল্টে যায়। এতে করে ঘটনাস্থলেই মারা যান লিলু রানী শীল।
আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
