ঢাকা: এবার গ্রেপ্তার করা হলো আল-কায়েদা ঘনিষ্ঠ, কট্টরপন্থী নেতা আতাউর রহমান বিক্রমপুরীকে।
বিক্রমপুরী একজন কট্টর উস্কানিদাতা। হিন্দু সম্প্রদায় ও ভারতের বিরুদ্ধে জিহাদের উসকানি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসকন সদস্যদের হত্যার হুমকি দেওয়ার দীর্ঘ কয়েকমাস পর তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটল।
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টঙ্গী পূর্ব থানা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়
উগ্রপন্থী ধর্মীয় নেতা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সম্বন্ধে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকের আটক করার নির্দেশ ছিল। ডিএমপি আটকের পর আমাদের কাছে পাঠায়, এরপর আমরা তাকে কাশিমপুর কারাগারে পাঠাই।”
তার ইতিহাস তো ভালো, সুস্থ কথা বলে না। আতাউর রহমান বিক্রমপুরী আল-কায়েদা ঘনিষ্ঠ বিতর্কিত ধর্মগুরু জসিমুদ্দিন রহমানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো, ভারত বিরোধী উস্কানির কাজে লিপ্ত ছিলেন তিনি।
তবে ভারত বরাবর জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।
ভারতের অনমনীয় অবস্থানের কারণেই ঢাকা নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে শেষপর্যন্ত।
