খুলনা: আওয়ামী লীগ নিকেশ করার পরিকল্পনা চলছে বাংলাদেশে। এবার খুলনায় মিছিল করার পর আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে খুলনার নিজখামার এলাকা থেকে তাদের আটক করা হয়।
লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ‘দুপুরে নিজখামার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়।
এর মধ্যে একজন দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙে পড়ে যান। তাকে আটকের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। অন্য ১২ জনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ‘।
আটককৃতদের মধ্যে বেশিরভাগই কিশোর। তারা হলেন
জিরো পয়েন্টের কাছে ১। সিয়াম শেখ (১৭), পিতা-পলাশ শেখ, মাতা-সাবিনা ইয়াসমিন, সাং-মাগুর ঘোনা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা
২।তাফসিরুল ইসলাম (১৮), পিতা-রেজোয়ান হোসেন, মাতা-রেশমা খাতুন, সাং-চুকনগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।
৩।ফয়সাল সরদার (১৮), পিতা-আসাদুজ্জামান সরদার, মাতা-সেলিমা আক্তার, সাং-চুকনগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।
৪। জাকারিয়া শেখ (১৭), পিতা-ফারুক শেখ, মাতা-মাসুমা বেগম, সাং-এলাহপুর, থানা-রূপসা, জেলা-খুলনা।
৫।শাহাদ সরদার (১৮), পিতা-দিদারুল ইসলাম, মাতা-হীরা সুলতানা, সাং- সাং-চুকনগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।
৬। শুভ কুন্ডু (১৭), পিতা-সনজয় কুন্ডু, মাতা-মিতা কুন্ডু, সাং-মালতিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।
৭। মোঃ নাহিদ ইসলাম (১৮), পিতা-মোঃ সাত্তার মোল্লা, মাতা-রোজিনা বেগম, সাং-রোস্তমপুর মোড়, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।
৮।মোঃ লিমন হোসেন (১৮), পিতা-আকমল হোসেন, মাতা-লাভলী বেগম, সাং-এন-১৪ বঙ্গবাসি, থানা-খালিশপুর,জেলা-খুলনা।
৯।মোঃ ইসমাইল হোসেন (১৭), পিতা-জয়নাল মোড়ল, মাতা-মৃত আসমা বেগম, সাং-রোস্তমপুর মোড়, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।
১০। হৃদয় কুন্ডু (১৮), পিতা-চন্ডি কুন্ডু, মাতা-সোম্পা রানী কুন্ডু, সাং-মালতিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।
১১। অয়ন (১৬), পিতা-মোঃ শাহিন, মাতা-লিপিয়া বেগম, সাং- চুকনগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।
১২। মোঃ রাকিবুল ইসলাম (১৬), পিতা-মোঃ মফিজুর রহমান, মাতা-সালমা বেগম, সাং-রোস্তমপুর, থানা- ডুমুরিয়া, জেলা-খুলনা।
হাসপাতালে প্রিজন সেলে ভর্তি আছে
১৩। কয়রা আমাদি ইউনিয়নের ছাত্রলীগের আহ্বায়ক শেখ মোহাম্মদ আবু তালহা সবুজ (২৯) পিতা: শেখ আবদুর সবুর, গ্রাম: আমাদি থানা কয়রা জেলা খুলনা।