ঢাকা: তারেক রহমানের আগমনে বাংলাদেশে বিএনপির মধ্যে সাজো সাজো রব।
আর লন্ডন থেকে ঢাকা এসেছে তারেক পরিবারের পোষা সাইবেরিয়ান বেড়াল ‘জেবু’।
বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকায় অবতরণ করে।
সেই ফ্লাইটেই লন্ডন থেকে দেশে আসে জেবু। বিষয়টি নিশ্চিত করে বিএনপির যাচাইকৃত ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত পোস্টে জানানো হয়- ‘জেবু দেশে ফিরে এসেছে।’
জেবু হচ্ছে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের দত্তক নেওয়া একটি সাইবেরিয়ান লোমশ বেড়াল।
জেবুকে ভালোবেসে ফেলেছে নেটিজেনরা।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জেবু সম্পর্কে তারেক রহমান বলেন, ‘বেড়ালটি আমার মেয়ের। এখন অবশ্য সবাই ওকে নিজের করে নিয়েছে। আমরাও সবাই ওকে খুব ভালোবাসি।’
বিড়ালটিকে বিভিন্ন সময় ছবি–ভিডিওতে তারেক রহমানের আশপাশে দেখা গিয়েছে।
