রাজবাড়ী: দেশে আবারও গণপিটুনির ঘটনা। রাজবাড়ীতে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এক মর্মান্তিক ও গভীর উদ্বেগজনক ঘটনা বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা এলাকায় ২৯ বছর বয়সী হিন্দু যুবক অমৃত মণ্ডল (সম্রাট)-কে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এই নৃশংস ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।

এই ঘটনাটি ঘটে দীপু চন্দ্র দাসের গণপিটুনিতে মৃত্যুর মাত্র কয়েক দিনের মধ্যেই, যা দেশে বেআইনি গণবিচার ও উগ্র সহিংসতার এক ভয়ংকর ধারার ইঙ্গিত দিচ্ছে।

ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয় বুধবার রাত এগারোটা নাগাদ। কয়েকদিন আগেই ময়মনসিংহের ভালুকায় ২৭ বছর বয়সী হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকেও খুন করেছিল মৌলবাদীরা। সেই রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এই ঘটনা সামনে এল।

মহম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সবথেকে বেশি বেড়েছে। শেখ হাসিনা দেশত্যাগ করার পরই কার্যত হিন্দু নিধন শুরু হয়।

এলাকাবাসী অমৃত মণ্ডলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছিল। এই অভিযোগকে কেন্দ্র করেই পরিস্থিতির অবনতি হয় এবং গণপিটুনির ঘটনা ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *